মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০১:৪৬ পূর্বাহ্ন

পাকুন্দিয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয়দিবস উদযাপন 

পাকুন্দিয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয়দিবস উদযাপন 

আগুন আমিন:
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতার ৫০ বছর পূর্তি ও মহান বিজয় দিবস উদযাপন অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারী আদা সরকারী ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন ও পাকুন্দিয়া থানা প্রাঙ্গণে ৫০ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির কার্যক্রম শুরু হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে পাকুন্দিয়া সরকারী কলেজ মাঠে অবস্থিত শহীদ মিনারে সকাল ৭টায় পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে, উপজেলা প্রশাসন, আওয়ামীলীগ, পৌরসভা, মুক্তিযোদ্ধা সংসদ, ফায়ার সার্ভিসসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, রাজনৈতিক দল ও সামাজিক, সাংস্কৃতিক  সংগঠনের নেতৃবৃন্দ।
সকাল ৮টায় উপজেলা চত্ত্বর হতে একটি বিজয় র‍্যালী পৌরসদর বাজার প্রদক্ষিণ করে পাকুন্দিয়া সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়।  পরে ৮টা ৩০ মিনিটে পাকুন্দিয়া সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন কুচকাওয়াজ ডিসপ্লে প্রদর্শন করে পুলিশ, আনসারসসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ হলরুমে সকল মুক্তিযোদ্ধাদের সম্মাননাসহ খাবার বিতরণ করা হয়।
Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana