মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০১:০৩ পূর্বাহ্ন

জ্ঞান বিজ্ঞান: আইন বিজ্ঞান

জ্ঞান বিজ্ঞান: আইন বিজ্ঞান

১. প্রশ্ন: দায়রা আদালত জামিন না দিলে কোথায় আবেদন করিবেন ?
উত্তর: হাইকোর্ট বিভাগে।
২. প্রশ্ন: হাইকোর্টের আপিল কত ধারায় ?
উত্তর: ৪১০ ধারায়।
৩. প্রশ্ন: জামিনের সজ্ঞা কোনটি ?
উত্তর : বিচারিক হেফাজতে থেকে ব্যক্তিগত হেফাজতে প্রেরণ।
৪. প্রশ্ন: কোন পুলিশ অফিসারকে কখনও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে বিবেচনা করা হয় না ?
উত্তর: কনস্টেবল স্তরের কোন পুলিশ।
৫. প্রশ্ন: কত ধারা অনুযায়ী পুলিশ রিমান্ড মঞ্জুর করা হয় ?
উত্তর: ১৬৭ ধারায়।
৬. প্রশ্ন: বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের সদস্যগণ কিসের ভিত্তিতে দায়রা জজ বা অতিরিক্ত দায়রা জজ হিসেবে নিয়োগপ্রাপ্ত হয় ?
উত্তর: অনুচ্ছেদ ১৩৩ এর অধীনে রাষ্ট্রপতি কর্তৃক প্রণীত বিধি মোতাবেক।
৭. প্রশ্ন: ফৌজাদারী কার্যবিধি কত নং ধারার অধীনে পুলিশ ফাইনাল রিপোর্ট দাখিল করে ?
উত্তর: ধারা ১৭৩।
৮. প্রশ্ন: কত নং ধারায় পলাতক ব্যক্তির সম্পত্তি ক্রোক করার বিধান রয়েছে ?
উত্তর: ধারা ৮৮।
৯. প্রশ্ন: বিচারকি ম্যাজিষ্ট্রেটকে কি বলে সম্বোধন করা হয় ?
উত্তর: জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট।
১০. প্রশ্ন: ভ্রাম্যমাণ আদালত কর্তৃক একজন ম্যাজিষ্টেট কত দিন সাজা দেওয়ার ক্ষমতা রাখে ?
উত্তর: ২ বছর।
১১. প্রশ্ন: কোন পুলিশ অফিচার বিনা পরোয়ানায় গ্রেফতারকৃত কোন ব্যক্তিকে সর্বোচ্চ কতক্ষণ আটকিয়ে রাখতে পারে?
উত্তর: ৪৮ ঘন্টা।
১২. প্রশ্ন: এ্যাক্ট কি ?
উত্তর: সাধারণত: সংসদে গৃহীত আইনকে এ্যাক্ট
বলা হয়।

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana