বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৮:০৫ পূর্বাহ্ন

পাকুন্দিয়ায় মাইক্রোবাস-অটোরিক্সার সংঘর্ষে আহত-৫

পাকুন্দিয়ায় মাইক্রোবাস-অটোরিক্সার সংঘর্ষে আহত-৫

 আগুন আমিন:

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মাইক্রোবাস-অটোরিকসার মুখোমুখি সংঘর্ষে ৫ জন গুরুতর আহত হয়েছে। আজ মঙ্গলবার বিকাল ৪টার সময় উপজেলার পুলেরঘাট-পাকুন্দিয়া সড়কের লেনজু ভূঁইয়া দোকানের সামনের চৌরাস্তায় এ সড়কদুর্ঘটনাটি ঘটে। আহতরা হলেন, অটোরিক্সার চালক পোড়াবাড়িয়া গ্রামের ইমরান (১৭), অটোরিক্সায় থাকা যাত্রী মদিনা (৩০), তোরাব আলী (৫০), ফাতেমা (৪০) ও মাইক্রোবাসের চালক নেত্রকোণা জেলার শহীদুল্লাহ’র ছেলে সুমন (৩৫)। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার পুলেরঘাটের দিক থেকে ছেড়ে আসা একটি মাইক্রোবাস (ঢাকা-মেট্টো-চ-১১-৮৭৮৫) পাকুন্দিয়ার দিকে আসার সময় ভূঁইয়াবাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী অটোরিক্সার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ যৌথ ভাবে আহত ৪ জনকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে এসে চিকিৎসার জন্য ভর্তি করে। পরে সেখান থেকে আহতদের উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়। পাকুন্দিয়ার থানার উপ পরিদর্শক (এসআই) মহাসিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সড়ক দুর্ঘটনার পরপরই ফায়াস সার্ভিসের সহযোগিতায় আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করা হযেছে।

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana