রবিবার, ১০ নভেম্বর ২০২৪, ০৫:২৬ পূর্বাহ্ন

বড় হারে জুনিয়র টাইগারদের বিদায়

বড় হারে জুনিয়র টাইগারদের বিদায়

খেলাধুলা ডেস্ক:
দুর্দান্ত পারফর্মেন্স দেখিয়ে যুব এশিয়া কাপ শুরু করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। তবে সেমিফাইনালে এসে বড় হারে বিদায় নিতে হলো তাদের।ভারতের কাছে ১০৩ রানের বড় পরাজয়ে টুর্নামেন্ট থেকে বিদায়ঘণ্টা বেজে যায় রকিবুল হাসান বাহিনীর। প্রথম দুই ম্যাচেই ৩০০ ছুঁই ছুঁই রান করা টাইগাররা আজ ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল। ভারতের দেওয়া আড়াইশ নিচের টার্গেটও পার করতে পারেনি। ভারত জিতেছে অনেকটা হেসেখেলে।
বৃহস্পতিবার শারজায় টস জিতে ভারতীয় যুবাদের ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এই সিদ্ধান্তই শেষে বুমেরাং হয়ে যায়। ভারত ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৪৩ রানের সংগ্রহ গড়ে। ১০৮ বলে ৩ চার ১ ছক্কায় ৯০* রানের অপরাজিত ইনিংস উপহার দেন শাইখ রশিদ। এছাড়া ভারতের আর কোনো ব্যাটার ত্রিশের কোটাতেও পৌঁছতে পারেনি। বল হাতে আগুন ঝরিয়েছেন অধিনায়ক রকিবুল। ১০ ওভারে ৪১ রানে নিয়েছেন ৩ উইকেট। ১টি করে উইকেট নিয়েছেন তানজিম সাকিব, নাইমুর রহমান, মেহরব এবং আরিফুল ইসলাম।
Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana