মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫৫ পূর্বাহ্ন

আইন বিজ্ঞান

আইন বিজ্ঞান

০১. জামিননামা কে করেন ?
উত্তর: আইনজীবী।
০২. দায়রা জজ আদালতের নিকট আপীল কত ধারায় করতে হয় ?
উত্তর: ৪০৮ ধারায়।
০৩. ১৪৪ ধারার অধীনে জারিকৃত আদেশ কতদিন কার্যকর থাকবে ?
উত্তর: দুই মাস।
০৪. সংসদে কোন বিল পাস করতে হলে কতজন সংসদ সদস্যের ভোটের প্রয়োজন হয় ?
উত্তর: দুই-তৃতীয়াংশ।
০৫. আমেরিকার পার্লামেন্টকে কি বলা হয় ?
উত্তর: কংগ্রেস।
০৬. বাংলাদেশের সাংবিধানিক আইনে কত দিন অনুপস্থিত থাকলে সংসদ সদস্য পদ খারিজ হয়ে যায় ?
উত্তর: ৯০ দিন।
০৭. বাংলাদেশের সংবিধান অনুযায়ী আদালত কর্তৃক যে কোন দন্ড মওকুফ, স্থগিত, হ্রাস করার ক্ষমতা কে রাখেন ?
উত্তর: রাষ্ট্রপতি।
০৮. জরুরী অবস্থা জারি সম্পর্কে সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে ?
উত্তর: ১৪১ (ক) তম অনুচ্ছেদে।
০৯. রীট জারি সম্পর্কে সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে ?
উত্তর: ১০২ তম অনুচ্ছেদে।
১০. মৌলিক অধিকার সম্পর্কে কোন অনুচ্ছেদে বলা হয়েছে ?
উত্তর: ১৮ তম অনুচ্ছেদে।

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana