শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৩৩ পূর্বাহ্ন

১৬ বছর পর ‘পঞ্চপাণ্ডবহীন’ বাংলাদেশ

১৬ বছর পর ‘পঞ্চপাণ্ডবহীন’ বাংলাদেশ

বাংলাদেশের ক্রিকেটে অধিকাংশ সাফল্যই এসেছে সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাশরাফি বিন মর্তুজা ও মাহমুদুল্লাহ রিয়াদ। এই পাঁচ ক্রিকেটারকে বলা হয় ‘পঞ্চপান্ডব’। তবে দেড় দশকেরও বেশি সময় পর বাংলাদেশ দলে নেই্ এই পঞ্চপাণ্ডব এর কেউ। সময়ের হিসেবে তা ১৬ বছর।
বিশ্বকাপের পর দলে অনিয়মিত বাংলাদেশ ক্রিকেটর ওয়ানডের সফলত অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ইনজুরির কারণে দলে নেই ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। ছুটি চেয়ে নিউ জিল্যান্ড সফর থেকে ছুটি নেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। টেস্ট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। তাই এই সিরিজে ছিলেন না তিনি
সবশেষ গ্রোয়েনের ইনজুরিতে ছিটকে গেছেন মুশফিকুর রহিম। তার জায়গায় দলে সুযোগ পেয়েছেন কাজী নুরুল হাসান সোহান
পঞ্চপান্ডবের যাত্রা শুরু ২০০৭ সালের ১৮ সেপ্টেম্বর। জোহানেসবার্গে টি-টুয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কা বিপক্ষে ম্যাচে। এরপর ১১১ ম্যাচে একসঙ্গে মাঠে ছিলেন তারা।  ২০০৬ সালের পর এই প্রথম বাংলাদেশের কোন টেস্টে মাঠে নেই এই পাঁচ তারকার একজনও।
Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana