বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪, ১২:২৭ অপরাহ্ন

ইউরোপে যাওয়ার পথে ৭ বাংলাদেশির মৃত্যু

ইউরোপে যাওয়ার পথে ৭ বাংলাদেশির মৃত্যু

একুশে ডেস্ক:
লিবিয়া থেকে ইউরোপে যাওয়ার পথে সাত বাংলাদেশির মৃত্যু হয়েছে। একটি আন্তর্জাতিক বার্তা সংস্থার খবরে বলা হয়েছে, অবৈধভাবে তারা নৌকাযোগে লিবিয়া থেকে ইতালির লাম্পেদুসা দ্বীপের উদ্দেশে রওনা হয়েছিল। ঠান্ডায় তারা প্রাণ হারিয়েছ।
লাম্পেদুসা দ্বীপের মেয়র সালভারোতে মারতেল্লো এই বাংলাদেশিদের প্রাণহানির ঘটনা নিশ্চিত করেছে। তিনি বলেন, ওই নৌকায় ২৮০ অভিবাসনপ্রত্যাশী ছিল। তাদের অধিকাংশ বাংলাদেশ ও মিসরের বাসিন্দা।
মঙ্গলবার এক বিবৃতিতে ইতালির আগ্রিজেন্তোর প্রসিকিউটর লুইগি প্যাত্রোনাজিও বলেন, ঠান্ডায় শরীরের তাপমাত্রা দ্রুত কমে আসায় ওই বাংলাদেশিরা প্রাণ হারিয়েছে।
লামপিওনের উপকূল থেকে ২৯ কিলোমিটার দূরে কোস্ট গার্ডের সদস্যরা ওই নৌকার সন্ধান পায়। এরপর সেখানে উদ্ধার অভিযান চালানো হয়। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন প্রসিকিউটর লুইগি প্যাত্রোনাজিও।
Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana