শনিবার, ০৯ নভেম্বর ২০২৪, ১০:৪০ অপরাহ্ন

বিদ্যার দেবি স্বরসতী বন্দনায় ঝালকাঠিতে শিক্ষাপ্রতিষ্ঠানে নানা আয়োজন

বিদ্যার দেবি স্বরসতী বন্দনায় ঝালকাঠিতে শিক্ষাপ্রতিষ্ঠানে নানা আয়োজন

ঝালকাঠী প্রতিনিধি:

মাঘ মাসের শুক্লা পঞ্চমীতে শ্বেত শুব্র কল্যাণময়ী বিদ্যাদেবীর আবহন করা হয়েছে। ঝালকাঠিতে নানা আয়োজনের মধ্যদিয়ে বিদ্যারদেবি স্বরসতী পূজা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ঝালকাঠি জেলার শিক্ষা প্রতিষ্ঠান, পাড়া-মহল্লায় সার্বজনীন ও হিন্দু সম্প্রদায়ের প্রতিটি পরিবারে ঐশ্বর্যদায়ী, বুদ্ধিদায়িনী, জ্ঞানদায়িনী, সিদ্ধদায়িনীম মোক্ষদায়িনী এবং শক্তির আধাঁর হিসেবে স্বরস্বতী দেবীর আবহন করা হয়। করোনাকালীন পরিস্থিতির কারণে অল্প কয়েকটি মন্ডব ছাড়া আরম্ভরহীনভাবে পূজা অর্চনার আয়োজন করা হয়েছে। ঝালকাঠির জেলা প্রশাসক সকালে ভিবিন্ন পুজা মন্ডব পরিদর্শন করেছেন এবং মন্ডবে দর্শনার্থীর উদ্যেশে স্বাস্থ্যবিধি মেনে এবং দ্রুত সকলকে সুরক্ষা ভ্যাকসিন নেয়ার আহ্বান জানিয়েছেন। সকাল ১১টায় ঝালকাঠির হরিজন পল্লী পুজা মন্ডব পরিদর্শনকালে তিনি এ কথা বলেছেন। এসময় সাথে এনডিসি বশির গাজীসহ নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ উপস্থিত ছিলেন।। সন্ধ্যায় প্রসাদ বিতরণ, আলোকসয্যা ও সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে।

 

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana