মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫৫ পূর্বাহ্ন

সেই ছাত্রীর জন্য পুরস্কার ঘোষণা করলেন ইউপি চেয়ারম্যান

সেই ছাত্রীর জন্য পুরস্কার ঘোষণা করলেন ইউপি চেয়ারম্যান

একুশে ডেস্ক:

ভারতের কর্ণাটকে হিজাব পরে কলেজে প্রবেশের সময়  গেরুয়া ওড়না পরা তরুণদের বাধার মুখে পড়া ‘আল্লাহু আকবর’ বলে রুখে দাঁড়ানো সেই ছাত্রীকে এক লাখ টাকা পুরস্কার ঘোষণা দিয়েছেন এক ইউপি চেয়ারম্যান। পুরস্কার ঘোষণা দেওয়া ওই চেয়ারম্যানের নাম আবুল কালাম আজাদ। তিনি ময়মনসিংহের ভালুকার উপজেলা পরিষদের চেয়ারম্যান।

আজ বুধবার দুপুরে এক ফেসবুক পোস্টে আবুল কালাম আজাদ লিখেন, ‘আল্লাহু আকবার বলা মেয়েটির জন্য এক লাখ টাকা পুরস্কার ঘোষণা করলাম। জানি না কীভাবে দেব? দেওয়ার ব্যবস্থা থাকলে জানাবেন। আল্লাহু আকবার।’

আবুল কালাম আজাদ বলেন, ‘ওই ছাত্রীর সাহসিকতাকে সাধুবাদ জানাই। আমি তার জন্য এক লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছি। কীভাবে পাঠাব জানি না। আপনারা জেনে থাকলে আমাকে জানান, পুরস্কারের টাকাটা পাঠাতে চাই।’

উল্লেখ্য, গত মাসে কর্ণাটকের উদুপি জেলায় এক সরকারি কলেজের কর্তৃপক্ষ শিক্ষার্থীদের ইউনিফর্ম-সংক্রান্ত কিছু বিধি জারির পরই রাজ্যজুড়ে হিজাব বিতর্ক শুরু হয়। নতুন বিধিতে বলা হয়েছিল, হিজাব পরে ক্লাস করা যাবে না। সেখানে হিজাবকে বৈষম্য সৃষ্টিকারী বলেও উল্লেখ করা হয়। এ নিয়ে কয়েক দিন ধরেই রাজ্যে উত্তেজনা ও বিতর্ক চলছে।

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana