রবিবার, ১০ নভেম্বর ২০২৪, ১১:৩২ পূর্বাহ্ন
একুশে ডেস্ক:
পারিবারিক জটিলতায় মধ্যেও দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে সিরিজ জয়ের মধুর স্মৃতি নিয়ে দেশে ফিরেছেন বাংলাদেশ দলের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান।
তবে পারিবারিক পরিস্থিতি বুঝে আবার দক্ষিণ আফ্রিকায় যেতে পারেন তিনি। সেক্ষেত্রে ৩১ মার্চ শুরু হতে যাওয়া দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে তাকে না পাওয়ার সম্ভাবনাই বেশি। ঢাকায় সব ঠিক থাকলে ৮ এপ্রিল দ্বিতীয় টেস্ট শুরুর আগে সেখানে হাজির হবেন সাকিব।
গত কয়েক দিন ধরে অসুস্থ হয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি আছেন সাকিবের মা শিরিন আক্তার। একমাত্র ছেলে আইজাহ আল হাসান ও ছোট মেয়ে ইরাম হাসান নিউমোনিয়ায় আক্রান্ত। তারাও হাসপাতালে ভর্তি।
এমন সময় সাকিব দলের সঙ্গ ত্যাগ না করে ওয়ানডে সিরিজের বাকি দুই ম্যাচ খেলবে বলে সম্মতি দিয়েছিলেন।
এছাড়া বুধবারের ঐতিহাসিক সিরিজ জয়ে সাকিবের বড় অবদানও ছিলো। দেশের দায়িত্ব পালনের পর এবার তিনি ফিরছেন দেশে। তবে সাকিবের পারিবারিক অবস্থা বিবেচনা করে বোর্ড আরও আগেই তাকে ছুটি দিয়েছিলো।