শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ০৮:৩০ অপরাহ্ন

অবশেষে মুক্তি পাচ্ছে রাজামৌলির ‘আরআরআর’

অবশেষে মুক্তি পাচ্ছে রাজামৌলির ‘আরআরআর’

বিনোদন ডেস্ক:

২০১৮ সালের মার্চে ‘আরআরআর’  সিনেমাটির ঘোষণা দেওয়া হয়েছিল। এরপর দীর্ঘ তিন বছরের নির্মাণযজ্ঞ। বিশাল আয়োজন, অবিশ্বাস্য বাজেটে নির্মিত সেই সিনেমা অবশেষে শুক্রবার (২৫ মার্চ) মুক্তি পাচ্ছে।

বলিউড হাঙ্গামার সূত্রে জানা যায়, বিশ্বব্যাপী প্রায় ৮ হাজার সিনেমা হলে মুক্তি পাচ্ছে ‘আরআরআর’। কেবল হিন্দি ভাষায় সিনেমাটি ৩২০০ হলে মুক্তি পাচ্ছে। এছাড়া ভারতের দক্ষিণাঞ্চলে ৩ থেকে সাড়ে ৩ হাজার প্রেক্ষাগৃহে দেখা যাবে এটি। সেই সঙ্গে বিভিন্ন দেশের ১৭৫০টি হলে মুক্তি পাচ্ছে সিনেমাটি।

জানা যায়, এটি ৩ ঘণ্টা ১ মিনিটের সিনেমা। ১ ঘণ্টা ৩৮ মিনিটে থাকছে বিরতি। এ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন দক্ষিণী সুপারস্টার রামচরণ ও জুনিয়র এনটিআর। তারা দুজনেই ৪৫ কোটি রুপি করে পারিশ্রমিক নিচ্ছেন বলে শোনা যায়। তাদের সঙ্গে আছেন বলিউড তারকা অজয় দেবগন ও আলিয়া ভাট।

আগেই জানা গেছে, ‘আরআরআর’ হলো ভারতীয় সিনেমার দ্বিতীয় সর্বোচ্চ বাজেটের সিনেমা। এটি নির্মাণে ব্যয় হয়েছে ৩৩৬ কোটি রুপি। এর বাইরে রয়েছে শিল্পী-কলাকুশলীদের পারিশ্রমিক। সবমিলিয়ে সিনেমাটির ব্যয় ৫০০ কোটির বেশি বলে ধারণা করা হচ্ছে।

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana