শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৩৯ অপরাহ্ন

সবচেয়ে বেশি শূন্যরানে আউট হওয়ার রেকর্ড ভাঙল টাইগাররা

সবচেয়ে বেশি শূন্যরানে আউট হওয়ার রেকর্ড ভাঙল টাইগাররা

একুশে ডেস্ক:

১০ উইকেটের বিশাল ব্যবধানে ঢাকা টেস্ট হারল বাংলাদেশ। এরপরও সমর্থকরা ইতিবাচক যে বিষয়টি খুঁজে পেয়েছেন সেটি হচ্ছে ইনিংস পরাজয় ঘটেনি।

প্রথম ইনিংসে মাত্র ৪২ মিনিট ব্যাটিং করে ২৪ রানেই ৫ উইকেট হারিয়ে খাদের কিনারায় চলে যায় বাংলাদেশ।

দ্বিতীয় ইনিংসেও একই ঘটনার পুনরাবৃত্তি। শুরুতে ৩৪ রান তুলতেই বাংলাদেশ হারায় ৪ উইকেট। লাঞ্চ বিরতির পর মাত্র ২০ রানেই শেষ ৫ উইকেট।

এমন দ্রুত সাজঘরে ফেরাতে বিব্রতকর ও লজ্জার এক রেকর্ড গড়েছে বাংলাদেশ দল। তা হলো এক টেস্টে সবচেয়ে বেশি শূন্যরানে সাজঘরে ফেরার রেকর্ড।

আসিথা ফার্নান্দোর ফুল লেংথ বলে তাইজুল ১০ বলে ১ রান করে সাজঘরে ফিরলে ব্যাটিংয়ে আসেন সৈয়দ খালেদ আহমেদ। আর প্রথম বলটিই তেঁড়েফুড়ে মারতে যান।  ফলাফল উপড়ে যায় তার উইকেট।

আসিথা ফার্নান্দোর বলে ‘গোল্ডেন ডাক’ মেরে খালেদের ফেরার সঙ্গে সঙ্গে ১৬৯ রানে গুটিয়ে যায় বাংলাদেশ।

আর এরই সঙ্গে বিব্রতকর রেকর্ডটি হয়ে গেল বাংলাদেশের। দুই ইনিংস মিলিয়ে এই ম্যাচে ৯ ব্যাটসম্যান আউট হলেন শূন্য রানে, বাংলাদেশের যা সর্বোচ্চ। আগের রেকর্ড ছিল ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জ্যামাইকায় ৮ শূন্য।

ঢাকা টেস্টে প্রথম ইনিংসে শূন্য রানে আউট হয়েছেন ৬জন! দ্বিতীয় ইনিংসে ৩ জন।

প্রথম ইনিংসে দুই ওপেনার মাহমুদুল হাসান জয় ও তামিম ইকবাল শুরুটা করে যান।

যথাক্রমে ২ আর ৪ বল মোকাবিলা করে রানের খাতাই খুলতে পারেননি জয় ও তামিম।  ১৩ বছর পর ‘গোল্ডেন ডাক’ মারেন সাকিব আল হাসান। স্পিনার নাঈম ও পেসার শরিফুলের ইনজুরির সুবাদে একাদশে সুযোগ পাওয়া মোসাদ্দেক হোসেন সৈকতও ডাক মারেন।

শেষ দিকে দুই পেসার খালেন ও এবাদতও শূন্য রানে আউট হন। এবাদত অবশ্য ২০ বল মোকাবিলা করতে পেরেছেন।

৬ জন ব্যাটারের শূন্য রানে আউট হলেও লিটন-মুশকিকের রেকর্ড জুটিতে ৩৬৫ রান সংগ্রহ করে বাংলাদেশ।

দ্বিতীয় ইনিংসে শূন্য রানে ৩ জন ফিরে গেলেও স্কোর বোর্ডে শূন্য দেখাচ্ছে ৪ জনকে।  এবাদত নটআউটি থাকলেও রানের খাতা খুলতে পারেননি।

প্রথম ইনিংসের মতো দ্বিতীয়টিতেও শূন্য রানে ফেরেন ওপেনার তামিম। এবার লজ্জার রেকর্ডে যোগ দিলেন খোদ অধিনায়ক মুমিনুল হক। শেষ দিকে ‘গোল্ডেন ডাক’ মারেন এবাদত হোসেন।

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana