শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, ০৪:১৯ পূর্বাহ্ন

গায়ক আসিফকে ই-পাসপোর্ট দিতে হাইকোর্টের রুল

গায়ক আসিফকে ই-পাসপোর্ট দিতে হাইকোর্টের রুল

বিনোদন ডেস্ক:

কণ্ঠশিল্পী আসিফ আকবরকে ই-পাসপোর্ট কেন দেওয়া হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

এর আগে ২৩ আগস্ট পাসপোর্ট অফিসে আবেদন করে না পাওয়ার পর পাসপোর্ট দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন কণ্ঠশিল্পী আসিফ আকবর। হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আসিফ আকবরের পক্ষে আইনজীবী সাজ্জাদ হায়দার ও এম আনিসুজ্জামান এ রিট করেন।

রিট আবেদনে ১১ নভেম্বর আবেদন করা ই-পাসপোর্ট দিতে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন বেআইনি হবে না এবং নতুন ই-পাসপোর্ট দিতে বিবাদীদের কেন নির্দেশ দেওয়া হবে না এই মর্মে রুল জারির আর্জি জানানো হয়।

রিটে স্বরাষ্ট্র সচিব, ইমিগ্রেশন অ্যান্ড পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক, অতিরিক্ত মহাপরিচালক (পাসপোর্ট, ভিসা অ্যান্ড ইমিগ্রেশন), পরিচালক (প্রশাসন ও অর্থ), পরিচালক (ই-পাসপোর্ট প্রকল্প), পরিচালক (বিভাগীয় ভিসা ও পাসপোর্ট অফিস, ঢাকা), যুগ্ম পরিচালককে (আঞ্চলিক পাসপোর্ট অফিস, ঢাকা) বিবাদী করা হয়েছে।

আইনজীবী এম আনিসুজ্জামান জানান, গত বছরের ১১ নভেম্বর নতুন ই-পাসপোর্টের জন্য আবেদন করেন আসিফ। কিন্তু এখনো দেওয়া হয়নি।

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana