বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪৮ অপরাহ্ন

পাকুন্দিয়ায় সামাজিক অবক্ষয় রোধে থানাপুলিশের উন্মুক্ত আলোচনা

পাকুন্দিয়ায় সামাজিক অবক্ষয় রোধে থানাপুলিশের উন্মুক্ত আলোচনা

আগুন আমিন, পাকুন্দিয়া:

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় থানা পুলিশের উদ্যোগে চুরি, ডাকাতি, ছিনতাই, ইভটিজিং, জুয়াসহ সামাজিক অবক্ষয় রোধে উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় পাকুন্দিয়া উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের মঠখোলা বাজারে এ উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আওয়ামীলীগ নেতা এনামুল হাসান রাজিবের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে সচেতনতামূলক বক্তব্য রাখেন পাকুন্দিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. নাহিদ হাসান সুমন। এছাড়াও এগারসিন্দুর ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান বাবু, পাকুন্দিয়া থানার এসআই নজরুল ইসলাম, এগারসিন্দুর ঈশাখাঁ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও আওয়ামীলীগ নেতা মো. জাহাঙ্গীর আলম, মঠখোলা টান বাজার পরিচালনা কমিটির সভাপতি মো. রিপন মিয়া বক্তব্য রাখেন। বক্তারা সামাজিক অবক্ষয় রোধে সবাইকে সচেতন থেকে পুলিশ ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় বিভিন্ন প্রকার সামাজিক অবক্ষয় প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান। এসময় মঠখোলা বাজারের ব্যবসায়ী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana