বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:৩৫ অপরাহ্ন

অবাধ নির্বাচনের জন্য কাজ করতে চায় যুক্তরাষ্ট্র

অবাধ নির্বাচনের জন্য কাজ করতে চায় যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র বাংলাদেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু উপায়ে সম্পন্ন করতে কাজ করতে চায়। আজ রোববার এই আগ্রহের কথা জানিয়েছেন ঢাকা সফররত দেশটির উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রী আফরিন আক্তার।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব রিয়ার অ্যাডমিরাল (অব) এম খুরশেদ আলমের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন কর্মকর্তা এই আগ্রহের কথা জানান।

আফরিন আক্তার বলেন, ‘অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আশায় যুক্তরাষ্ট্র বাংলাদেশকে সহযোগিতা দিতে চায়। এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্র দূতাবাস ও উন্নয়ন সহযোগিতা সংস্থা ইউএসএআইডির স্থানীয় কার্যালয় এখানে সুশীল সমাজের সঙ্গে কাজ করবে।’

রোহিঙ্গাদের সে দেশে প্রত্যাবাসন প্রসঙ্গে তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র রোহিঙ্গাদের ব্যাপারে বাংলাদেশের সঙ্গে কাজ করছে। তাদের জন্য ১৭ কোটি ডলার দেওয়ার বিষয়টি বলা হয়েছে। কীভাবে তা কাজে লাগানো যায়, তা খতিয়ে দেখা হচ্ছে।’

এ ছাড়া বঙ্গোপসাগর অঞ্চলের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘কীভাবে সাগরে মৎস্য ও খনিজ সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা যায়, সেগুলোও আলোচনা হয়েছে।’

আফরিন আক্তার দুই দিনের সফরে শুক্রবার ঢাকায় এসেছেন। বাংলাদেশে এটাই তাঁর প্রথম সফর। মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বৈঠকে উপস্থিত ছিলেন।

 

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana