শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৩:২৯ পূর্বাহ্ন

সালথার যদুনন্দী‌তে মাদক-সন্ত্রাস ও বাল‌্য বিবাহ বি‌রোধী ক‌মি‌টির সভা অনু‌ষ্ঠিত

সালথার যদুনন্দী‌তে মাদক-সন্ত্রাস ও বাল‌্য বিবাহ বি‌রোধী ক‌মি‌টির সভা অনু‌ষ্ঠিত

জাকির হোসেন, সালথা (ফ‌রিদপুর) প্রতি‌নি‌ধিঃ

ফ‌রিদপু‌রের সালথার যদুনন্দীতে সন্ত্রাস, মাদক, জঙ্গীবাদ ও বাল‌্য বিবাহ বি‌রোধী ইউ‌নিয়ন কমি‌টির সভা অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। যদুনন্দী ইউ‌নিয়ন প‌রিষ‌দের আ‌য়োজ‌নে বুধবার (১১ জানুয়া‌রি) বেলা ১১টার দিকে ইউ‌নিয়ন প‌রিষদ ভব‌নে এই মত‌বি‌নিময় সভা অনু‌ষ্ঠিত হয়। সভায় যদুনন্দী ইউনিয়ন পরিষদের নির্বা‌চিত জনপ্রতি‌নি‌ধি, স্থানীয় সুধীজন, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, গ্রাম পু‌লিশ, ইমাম এবং শিক্ষার্থীদের সমন্বয়ে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক ও বাল্যবিবাহ প্রতি‌রোধের বিষয়ে মতবিনিময় করা হয়। শান্তিপূর্ণ সালথা গঠনে স্থানীয় ব্যক্তিবর্গের দায়িত্ব ও কর্তব‌্য পাল‌নে এবং অনাবাদি কৃ‌ষি জমি চাষাবা‌দে সবাই‌কে উদ্বুদ্ধ করা হয়। সালথা উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার মোঃ আক্তার হো‌সেন শা‌হিন যদুনন্দী ইউ‌নিয়ন প‌রিষদে পৌঁছালে প‌রিষ‌দের পক্ষ থে‌কে তা‌কে ফুল দি‌য়ে শু‌ভেচ্ছা জানা‌নো হয়। ইউপি চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার জীবাংশু দাস, নবকাম পল্লী বিশ্ববিদ্যালয় ক‌লে‌জের অধ্যক্ষ মোঃ ওবায়দুর রহমান, রুপপাত বামন চন্দ্র উচ্চ বিদ্যালয়ের সভাপতি কামরুজ্জামান কাইয়ুম মোল‌্যা, ইউ‌পি স‌চিব এনা‌য়েত হো‌সেন প্রমূখ। মত‌বি‌নিময় সভায় উপজেলা নির্বাহী অ‌ফিসার মোঃ আক্তার হোসেন শাহিন বলেন, এক‌টি সুন্দর ইউ‌নিয়ন তথা উপ‌জেলা গঠ‌নে সবাই মিলে মিশে কাজ করতে হবে তাহলে এলাকার কাইজ্জা-মারামারী, মাদক কারবারী ও বাল্যবিবাহ প্রতিরোধ করা সম্ভব হবে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসরণ করে অনাবাদি সকল কৃ‌ষি জমি চাষাবা‌দের আওতায় আনতে হ‌বে। সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটি উন্নত ও সমৃদ্ধ উপজেলা গঠনে কাজ করে যেতে চাই।

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana