শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৫৬ পূর্বাহ্ন

‘তথ্য-প্রযুক্তি জ্ঞানসম্পন্ন প্রজন্ম দরকার’

‘তথ্য-প্রযুক্তি জ্ঞানসম্পন্ন প্রজন্ম দরকার’

ডেস্ক রিপোর্ট:

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে তথ্য-প্রযুক্তি জ্ঞানসম্পন্ন প্রজন্ম দরকার। তথ্য প্রযুক্তিতে নতুন প্রজন্মকে এগিয়ে নিতেই সরকার প্রাথমিক বিদ্যালয়গুলোতে ল্যাপটপ পৌঁছে দিচ্ছে। এরপরও একটি কুচক্রী মহল সরকারের এ উন্নয়ন অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে সব সময় চেষ্টা চালিয়ে যাচ্ছে।

নরসিংদীর মনোহরদীতে ৫৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে জেলা পরিষদ অডিটোরিয়ামে এ বিতরণ কার্যক্রমের আয়োজন করা হয়।

শিল্পমন্ত্রী বলেন, আজ প্রাথমিক বিদ্যালয়ে যে ল্যাপটপ বিতরণ করা হলো তা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায়; যা স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে শিক্ষা ব্যবস্থায় ইতিবাচক ভূমিকা রাখবে।

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana