শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৪৯ পূর্বাহ্ন

ঝড়ে ২ শতাধিক বাড়িঘর লন্ডভন্ড, আহত ৭

ঝড়ে ২ শতাধিক বাড়িঘর লন্ডভন্ড, আহত ৭

একুশে ডেস্ক:

রংপুরের কাউনিয়া উপজেলার বিভিন্ন গ্রামে সোমবার রাতের কালবৈশাখী ঝড়ে দুই শতাধিক বাড়িঘর লন্ডভন্ড হয়ে গেছে। খোলা আকাশের নিচে বসবাস করছে অনেক পরিবার। ঝড়ে গাছ ও টিনের ঘর পড়ে আহত হয়েছেন সাতজন।

পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয় লোকজনের সহায়তায় গাছ কেটে যানবাহন চলাচলের ব্যবস্থা করে দেয়। অপরদিকে বিদ্যুতের তারে গাছ পড়ে সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। রাত ১১টার পর এ রিপোর্ট লেখা পর্যন্ত উপজেলায় বিদ্যুৎ সংযোগ  চালু করা সম্ভব হয়নি।

উপজেলার সারাই, হারাগাছ, শহীবাগ, টেপামধুপুর, বালাপাড়া ইউনিয়নের ওপর দিয়ে ঝড় বয়ে যায়। এর মধ্যে সারাই ইউনিয়নের মাছহাড়ী, মদামুদন ও হারাগাছ ইউনিয়নের নাজিরদহ গ্রামে বেশি ক্ষতি হয়েছে।

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana