শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৫৭ পূর্বাহ্ন

ডেঙ্গির প্রকোপ বৃদ্ধি

ডেঙ্গির প্রকোপ বৃদ্ধি

ডেঙ্গির প্রাদুর্ভাব বৃদ্ধির চিত্র তুলে ধরে দেশবাসীকে এডিস মশাবাহিত রোগ থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। ইতোমধ্যে দেশে দেড় হাজারেরও বেশি ডেঙ্গি রোগী শনাক্ত করা হয়েছে; আক্রান্ত কয়েকজনের মৃত্যুর খবরও পাওয়া গেছে। দেশে গত বছরের তুলনায় এ পর্যন্ত পাঁচগুণ ডেঙ্গি রোগী শনাক্ত করা হয়েছে। কাজেই রোগটি প্রতিরোধে এখনই জোরালো পদক্ষেপ নিতে হবে।

এডিস মশার প্রজনন মৌসুম শুরুর আগেই এবার রাজধানীতে ডেঙ্গিতে আক্রান্তের সংখ্যা বৃদ্ধির বিষয়টি উদ্বেগজনক। এখনো ডেঙ্গির ভ্যাকসিন আবিষ্কার হয়নি। এ প্রেক্ষাপটে দেশি-বিদেশি বিশেষজ্ঞরা সরকারকে ডেঙ্গি নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছিলেন বারবার। সরকার এ বিষয়ে কী পদক্ষেপ নিয়েছে, তাও আমাদের কাছে স্পষ্ট নয়। আমরা আশা করব, বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী ডেঙ্গি নিয়ন্ত্রণে কর্তৃপক্ষ যথাযথ পদক্ষেপ নেবে।

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana