শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৪৯ অপরাহ্ন

আম্পায়ারের সমালোচনা করায় ভারতীয় তারকার শাস্তি

আম্পায়ারের সমালোচনা করায় ভারতীয় তারকার শাস্তি

খেলা ডেস্ক:

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে রোববার অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরে যায় ভারত। ৪৪৪ রানের টার্গেট তাড়ায় ভারত হারে ২০৯ রানে।

তবে হেরে যাওয়া ম্যাচে আউট হয়ে আম্পায়ারের সিদ্ধান্তের সমালোচনা করায় শাস্তি হয়েছে ভারতীয় তারকা ওপেনার শুভমান গিলের।

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে ক্যামেরন গ্রিনের ক্যাচ নেওয়ার মুহূর্তের একটি জুম করা ছবি পোস্ট করেন শুভমান গিল। সঙ্গে ম্যাগনিফাইং গ্লাসের দুটি ইমোজি ও কপালে হাত দেওয়া একটি ইমোজি ক্যাপশন হিসেবে দেন তিনি।

আইসিসির আচরণবিধি অনুযায়ী, আন্তর্জাতিক ম্যাচে ঘটা কোনো কাণ্ড নিয়ে প্রকাশ্যে সমালোচনা কিংবা অনুপযুক্ত মন্তব্য করার অভিযোগ গিলের বিরুদ্ধে। নিজের দোষ স্বীকার করে নেন ডানহাতি এই ব্যাটসম্যান। তার ম্যাচ ফির ১৫ শতাংশ কেটে নেওয়া হয়েছে।

স্লো ওভার রেটের কারণে দুই দলকেই জরিমানা করা হয়েছে। শতভাগ জরিমানা করা হয়েছে ভারতকে, অস্ট্রেলিয়ার কাটা হয়েছে ৮০ শতাংশ। নির্ধারিত সময়ে পাঁচ ওভার কম করেছে ভারত, আর অস্ট্রেলিয়া করেছে চার ওভার। আইসিসির প্লেয়িং কন্ডিশন অনুযায়ী, প্রতি ওভার কম করার জন্য ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়।

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana