বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ১১:১৫ পূর্বাহ্ন
নাটোরের সিংড়ায় পাগল সেজে দিনদুপুরে প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষিকার মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় ওই শিক্ষিকার কাছ থেকে নগদ টাকাসহ ব্যাগও (পার্স) ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারী।
শিক্ষিকা দিপালী খাতুন জানান, প্রতিদিনের মতো সোমবার সকাল ৮টায় সিংড়া পৌর শহরের চাঁদপুর মহল্লার অগ্রণী ব্যাংক সংলগ্ন ভাড়া বাড়ি থেকে নিজ কর্মস্থল ডাহিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্দেশে রওয়া হন। পথিমধ্যে চাঁদপুরের বাংলালিংক টাওয়ার মোড়ে রাস্তায় একটি পাগল বেশধারী যুবক হাতে থাকা ব্যাগ (পার্স) ও স্মার্টফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
এ বিষয়ে উপজেলা যুবলীগের সাবেক সভাপতি শরিফুল ইসলাম বলেন, ঘটনাটি তার বাসার সামনে ঘটেছে। গত কয়েক দিন আগে এক এনজিও কর্মীসহ দুজনের ফোন ছিনিয়ে নেয় নেশাখোররা। পরে পলক নামের একজনকে আটক করে পুলিশ। এ ধরনের ঘটনা সেখানে প্রায়ই ঘটছে। প্রকাশ্যে সেখানে নেশা কেনা-বেচা হচ্ছে। তারাই এ ঘটনার সাথে জড়িত বলে জানান।
সিংড়া থানার এসআই নজরুল ইসলাম জিডির বিষয়ে সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক তথ্য পেয়েছেন। ছিনতাইকারীকে আটকের চেষ্টা চলছে।
সিংড়া থানার ওসি মিজানুর রহমান বলেন, তিনি ছুটিতে ছিলেন, এইমাত্র থানায় এসেছেন। বিষয়টি জেনে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।