শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৩১ পূর্বাহ্ন

শিশুরাই রয়েছে বায়ুদূষণের সর্বোচ্চ ঝুঁকিতে

শিশুরাই রয়েছে বায়ুদূষণের সর্বোচ্চ ঝুঁকিতে

ক্রমেই দূষিত হয়ে চলেছে ঢাকার বাতাস। ফলে গত জানুয়ারিতে বিশ্বে বায়ুদূষণের সর্বোচ্চ ঝুঁকিতে থাকা দেশের মধ্যে শীর্ষে উঠে এসেছে বাংলাদেশের নাম। সম্প্রতি বিশ্বের দূষিত শহরের তালিকায়ও ঢাকা ছিল ৫ থেকে ১০ নম্বরের মধ্যে-এসবই রাজধানী ঢাকায় বসবাসকারী মানুষের জন্য অশনিসংকেত।
শীতকাল আসার সঙ্গে সঙ্গে রাজধানী ঢাকায় আরও বেড়ে চলে দূষণের মাত্রা। বৃষ্টিপাতের পরে বাতাস কিছুটা পরিশুদ্ধ হয়ে যায় ভাবা হলেও মাত্র ঘণ্টা দুয়েক পর যানবাহনের কালো ধোঁয়ায় আবার দূষিত হয়ে ওঠে ঢাকার আকাশ-বাতাস। বাংলাদেশের অন্যান্য শহরের চেয়ে রাজধানী ঢাকার বায়ুদূষণের মাত্রা সবসময় অনেক বেশি থাকে, যা কখনো সহনীয় পর্যায়ের চেয়ে ছয় গুণ পর্যন্ত বেড়ে যায়। ইউনিসেফের উদ্যোগে সরকারের রোগতত্ত্ব ও রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআর, আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র এবং আইসিডিডিআরবি গত ২৫ মার্চ এক গবেষণার ফলাফলে জানায়, বাংলাদেশে সাড়ে তিন কোটির অধিক শিশু শরীরে ক্ষতিকারক সিসা বয়ে বেড়াচ্ছে। বড়দের তুলনায় শিশুদের শরীরে সিসার প্রভাব অনেক বেশি। সে জন্য শিশুদের শারীরিক ও মানসিক বৃদ্ধি বাধাগ্রস্ত হচ্ছে, যা সুস্থ জাতি গঠনে বিরূপ প্রভাব ফেলছে।
Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana