শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ১১:৫৪ পূর্বাহ্ন

১১ মামলার আসামি সাবেক ছাত্রশিবিরের নেতা গ্রেফতার

১১ মামলার আসামি সাবেক ছাত্রশিবিরের নেতা গ্রেফতার

১১ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি এনামুল কবিরকে (৩৯) গ্রেফতার করেছে এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)। বুধবার (১৯ জুলাই) ভোরে চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলি থানার প্রশান্তি আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামি সাবেক বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা ছিলেন। তিনি বাগেরহাটের কচুয়া থানার আড়িয়া মর্দন গ্রামের আইয়ুক আলী শেখের সন্তান।

বিষয়টি নিশ্চিত করে এটিইউ পুলিশ সুপার (মিডিয়া) মোহাম্মাদ আসলাম খান বলেন, সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ (সংশোধনী-২০১৩) সহ ১১ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি এনামুল কবিরকে গ্রেফতার করা হয়েছে। তিনি বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে ও বিস্ফোরক আইনসহ ১১ টি মামলা আসামি। এছাড়াও তিনি ২০১৫ সালে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা ছিলেন।
তিনি আরও বলেন, গ্রেফতারকৃত এনামুল দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জায়গায় আত্মগোপন করে ছিলেন। গোয়েন্দা তথ্য সংগ্রহ করে তাকে গ্রেফতার করতে সক্ষম হই। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana