শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ১১:৪০ পূর্বাহ্ন

সমুদ্রে সাঁতার কাটতে নেমে বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থী নিখোঁজ

সমুদ্রে সাঁতার কাটতে নেমে বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থী নিখোঁজ

একুশে ডেস্ক:

সীতাকুণ্ডে বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতে সাঁতার কাটতে গিয়ে বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন। সোমবার সন্ধ্যা ৭টার দিকে বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতে এ ঘটনা ঘটে।

তারা দুজনেই উপজেলার কুমিরা আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের (আইআইইউসি) শিক্ষার্থী।

নিখোঁজদের সহপাঠী একরাম জানান, তিন বন্ধু মিলে বিকালে বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতে বেড়াতে যান। পরে তারা তিনজনই সমুদ্রে সাঁতার কাটতে নামেন। এ সময় আলী হাসান মারুফ ও এনায়েত চৌধুরী সাগরের পানির টানে ভেসে যান।

তারা তিন বন্ধু একসঙ্গে ছোট কুমিরা গুল আহমদ জুট মিলস এলাকায় একটি বাসায় থাকেন।

কুমিরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. সোলতান মাহমুদ বিষয়টি নিশ্চিত করে দৈনিক যুগান্তরকে বলেন, আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে রাত সাড়ে ৮টা পর্যন্ত উদ্ধার অভিযান পরিচালনা করেছি, তাদের না পেয়ে এবং অন্ধকার হয়ে যাওয়াতে আমরা ফিরে এসেছি। আগামীকাল আবার আগ্রাবাদ থেকে ডুবুরি দল আসলে তাদের নিয়ে আমরা উদ্ধার অভিযান শুরু করব।

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana