শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, ১২:৪২ অপরাহ্ন

জীবনসঙ্গী হিসাবে যেমন মানুষ চান তসিবা

জীবনসঙ্গী হিসাবে যেমন মানুষ চান তসিবা

চতুর্থ শ্রেণিতে পড়ার সময় গানে হাতেখড়ি। বিভিন্ন রিয়েলিটি শোতে অংশ নিয়ে ফিরেছেন খালি হাতে। সামাজিক যোগাযোগমাধ্যমে গান গেয়ে হন ভাইরাল।

যুগান্তর: সবসময় হাসিখুশি থাকেন। রহস্য কী?
তসিবা: দেখুন, ছাড় দিয়ে চললে জীবনে অশান্তি কমে। কেউ অন্যায় করলে তাকে আপনি মাফ করে দেন। মানুষ কারো ভেতরটা দেখতে পায় না। আপনি যদি কারো সঙ্গে হাসিমুখে কথা বলেন, ভালো ব্যবহার করেন তাহলে সে সারা জীবন মনে রাখবে। এটা আমার পারিবারিক শিক্ষা।

যুগান্তর: শিল্পী হিসাবে প্রতিষ্ঠিতা পাওয়ার আগে ও পরের জীবনের মধ্যে পার্থক্য কেমন?
তসিবা: আমার আগে আর পরে বলে কিছু নেই। আগে যেমন ছিলাম, এখন তেমনই আছি। এমন তো নয় যে, আমি আলিশান গাড়ি নিয়ে ঘুরছি। আমার চলাফেরা, খাওয়া, পোশাক-সবই খুবই সাধারণ। বাকি জীবনটা এভাবেই চলতে চাই।

যুগান্তর: বিয়ে করছেন কবে?
তসিবা: আল্লাহ জানেন (হাসি)। বলছি না যে, দশ বছর পরে করব। এমন আছে কালই বিয়ে করে ফেলতে পারি। আমার পছন্দের তেমন কেউ নেই। পরিবারের পছন্দেই সুন্দরভাবে বিয়ে করতে চাই।

যুগান্তর: জীবনসঙ্গী হিসাবে কেমন মানুষ পছন্দ?
তসিবা: আমার মতোই সহজ-সরল। বেশি সেনসিটিভ না হলেও চলবে। সে যেন আমার সঙ্গে মন খুলে সবকিছু শেয়ার করতে পারে। আমার ভুল হলে লুকিয়ে না রেখে সরাসরি যেন বলে। পরামর্শ দিতে পারে। এমন মানুষই আমার পছন্দ।

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana