রবিবার, ১০ নভেম্বর ২০২৪, ০৫:১৭ অপরাহ্ন

মাহমুদউল্লাহকে দলে না ফেরালে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি

মাহমুদউল্লাহকে দলে না ফেরালে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি

একুশে ডেস্ক :

বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদকে জাতীয় দলে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হয়েছে। বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানবন্ধন করে এ দাবি জানান মাহমুদউল্লাহ রিয়াদ সমর্থক গোষ্ঠী।

রিয়াদের পরিবর্তে যাদের দলে নেওয়া হয়েছে, তাদের নিয়েও প্রশ্ন তুলছেন সমর্থকরা। তারা বলেন, মাহমুদউল্লাহকে বাদ দিয়ে বাকি যে তিনজনকে নেওয়া হয়েছে, তাদের পারফরম্যান্স বেশ লো। প্রধানমন্ত্রী একজন ক্রিকেট অনুরাগী মানুষ, আশা করি তিনি বিষয়টি বিবেচনায় রাখবেন। আমরা গণভবনে গিয়ে তার নিকট স্মারকলিপি প্রদান করবো।

মানবন্ধনে আবু জাফর নামে মাহমুদউল্লাহর এক ভক্ত বলেন, রিয়াদ একজন টপ অর্ডার ব্যাটার। তাকে এভাবে বাদ দেওয়াটা মোটেই ঠিক হয়নি। আমরা আবেগ নয়, পারফরম্যান্স দিয়ে বিচারের কথা বলছি। যখন দেখলাম রান করার পরেও তাকে বাদ দেওয়া হলো, তখনই সিদ্ধান্ত নিলাম যে প্রতিবাদ করবো।

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana