মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০১:০৩ পূর্বাহ্ন

এক রকেটে ৪ দেশের ৪ নভোচারী

এক রকেটে ৪ দেশের ৪ নভোচারী

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে নিজেদের ‘ক্রু-৭’ মিশন পরিচালনার উদ্দেশ্যে স্পেসএক্স-এর রকেটে চারজন নভোচারী পাঠিয়েছে।

এক প্রতিবেদনে বলা হয়েছে, যাত্রীদের মহাকাশ স্টেশনে পৌঁছাতে প্রায় ২৯ ঘণ্টা সময় লাগবে। এরপর সেখানে উপস্থিত ৪ জন নভোচারীকে পৃথিবীতে ফিরিয়ে আনা হবে।

এ মিশনের চার নভোচারীর মধ্যে রয়েছেন নাসার জাসমিন মোঘবেলি, ইউরোপীয় মহাকাশ সংস্থা ‘ইএসএ’র আন্দ্রেয়াস মোগেনসেন, ‘জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি’ থেকে সাতোশি ফুরাকাওয়া ও রাশিয়ার কোনস্তান্তিন বরিসভ।

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana