মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০১:০১ পূর্বাহ্ন

ক্লাস শুরু ১৪ সেপ্টেম্বর, ডেন্টালে আরও ২৫ শিক্ষার্থী ভর্তির সুযোগ

ক্লাস শুরু ১৪ সেপ্টেম্বর, ডেন্টালে আরও ২৫ শিক্ষার্থী ভর্তির সুযোগ

বিডিএস কোর্সে সরকারি ডেন্টাল কলেজ ও মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটগুলোয় ২০২২-২৩ শিক্ষাবর্ষে প্রথম বর্ষের ক্লাস শুরু হবে ১৪ সেপ্টেম্বর থেকে। ডেন্টাল কলেজগুলোয় শূন্য আসনে মেধা ও পছন্দের ভিত্তিতে চতুর্থ দফায় স্বয়ংক্রিয় মাইগ্রেশন শেষ হয়েছে। অপেক্ষমাণ তালিকা থেকে ২৫ (পঁচিশ) জনকে সরকারিভাবে ভর্তির জন্য মনোনীত করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। সোমবার স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

২৯ আগস্ট থেকে ১৩ সেপ্টেম্বরের মধ্যে অবশ্যই মাইগ্রেশন প্রক্রিয়া অর্থাৎ বর্তমান কলেজ বা ইউনিট থেকে বদলি হওয়া প্রতিষ্ঠানে ভর্তির সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন। এ সময়ের মধ্যে মাইগ্রেশনপ্রাপ্ত শিক্ষার্থীদের কেউ ভর্তি হতে ব্যর্থ হলে উভয় কলেজ থেকে তার ছাত্রত্ব বাতিল হয়ে যাবে। ভর্তির ক্ষেত্রে অধিদপ্তর প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তির অন্যান্য শর্ত প্রযোজ্য হবে।

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana