মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫৭ পূর্বাহ্ন

৪৩৭ বছর পর নিশিমুরা ধূমকেতু পৃথিবীর কাছাকাছি

৪৩৭ বছর পর নিশিমুরা ধূমকেতু পৃথিবীর কাছাকাছি

‘নিশিমুরা ধূমকেতু’ পৃথিবীর কাছাকাছি আসে প্রতি ৪৩৭ বছরে একবার। সে সময় একে খালি চোখে দেখা যায়। এর জন্য প্রয়োজন হয় না কোনো টেলিস্কোপের। উজ্জ্বল বলে একে বলা হয় বৃহৎ ধূমকেতু, সচরাচর যা দেখা যায় না। তাই যারা মহাকাশের খবর রাখেন, তারা আজ মঙ্গলবার আকাশের দিকে চোখ রাখতে পারেন। খবর নিউ ইয়র্ক টাইমস ও দ্য ইন্ডিপেন্ডেন্টের
জ্যোতির্বিদ ‘হিডিও নিশিমুরা’র নামে ধূমকেতুটির নামকরণ করা হয়। আগস্ট মাসে এটি আবিষ্কার করেছিলেন ওই জ্যোতির্বিদ।

জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন, একটি ধূমকেতু আগামী ১২ সেপ্টেম্বর খালি চোখে আকাশে দেখা যাবে। এর নাম ‘নিশিমুরা’। চলতি বছরের ১১ আগস্ট প্রথমবারের মতো এ ধূমকেতুর সন্ধান মেলে।
বর্তমানে দূরবীনের সাহায্যে দেখা যাচ্ছে ধূমকেতুটি। যদিও পৃথিবী থেকে এখনও অনেকটা দূরে আছে এটি। তবে যখন কাছে আসবে, তখন কোনো টেলিস্কোপের প্রয়োজন হবে না। জ্যোতির্বিজ্ঞানীদের মতে, ‘নিশিমুরা ধূমকেতু’ শিগগিরই সূর্যকে প্রদক্ষিণ করবে। সেই সময়েই এটি পৃথিবীর কাছাকাছিও আসবে। পরে চলে যাবে দূর মহাকাশে।
Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana