মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫৯ পূর্বাহ্ন

চালু হচ্ছে হ্যালো আরপিএমপি

চালু হচ্ছে হ্যালো আরপিএমপি

সেবা কার্যক্রম সহজ ও গতিশীল করতে ‘হ্যালো আরপিএমপি’ নামে অ্যাপ চালু করতে যাচ্ছে রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি)। সোমবার (১৮ সেপ্টেম্বর) উদ্বোধনের মধ্যদিয়ে এ অ্যাপের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে।
শুক্রবার (১৫ সেপ্টেম্বর) পুলিশ কমিশনার কার্যালয়ের হলরুমে রংপুর মেট্রোপলিটন পুলিশের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এতথ্য জানান পুলিশ কমিশনার মো. মনিরুজ্জামান।

আরপিএমপি কমিশনার জানান, মহানগরীর কারও কোনো অভিযোগ, প্রশ্ন বা পরামর্শ থাকলে, কিংবা কোনো তথ্য দিতে চাইলে এ অ্যাপের মাধ্যমে জানাতে পারবেন। তথ্য বা অভিযোগ সংক্রান্ত ছবি ও ডকুমেন্ট দেওয়ার অপশন থাকবে। মাদক বা সন্ত্রাসীমূলক কর্মকাণ্ডের তথ্যদাতার নাম-পরিচয় গোপন রাখা হবে। তবে যাতে কেউ কোনো ভুয়া তথ্য দিয়ে হয়রানি করতে না পারেন সেজন্য তথ্যদাতাকে কোডের মাধ্যমে শনাক্ত করা হবে।
তিনি আরও বলেন, কোন এলাকায় যানজট আছে, কোন এলাকায় নেই; সেই তথ্য নিয়মিত দেওয়া হবে। এ থেকে রাস্তায় চলাচলকারীরা যে এলাকায় বেশি যানজট রয়েছে সে এলাকা এড়িয়ে অন্য সড়ক দিয়ে চলাচল করতে পারবেন।
Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana