মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০১:০০ পূর্বাহ্ন

ইরোডিয়াম কপি: রুক্ষ পৃথিবীর বুকে সবুজের আলোকবর্তিকা

ইরোডিয়াম কপি: রুক্ষ পৃথিবীর বুকে সবুজের আলোকবর্তিকা

কেমন হতো যদি আমাদের এই জরাজীর্ণ পৃথিবী ফিরে পেত তার আগের সবুজ শ্যামল রূপ? হারিয়ে যাওয়া বনাঞ্চল ফিরিয়ে এনে কতখানি স্বাস্থ্যকর করে তোলা সম্ভব হতো আমাদের দৈনন্দিন জীবনযাপন? জলবায়ু পরিবর্তন, জীব বৈচিত্র্যের ক্ষতি, বন উজাড়, দূষণ, আবাসস্থল ধ্বংস এবং প্রাকৃতিক সম্পদের অতিরিক্ত শোষণসহ যেসব ক্রমবর্ধমান বিভিন্ন অপ্রত্যাশিত পরিবেশগত চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে পৃথিবী, তার মোকাবিলার জন্য প্রয়োজন পড়ছে সৃজনশীল নানা কৌশল। বিজ্ঞান বলছে, এখনও চাইলে পৃথিবীকে ধ্বংসের হাত থেকে বাঁচিয়ে সবুজ সমারোহে ভরিয়ে দেওয়া সম্ভব; যা খুদে কোনো এক রোবটের সাহায্যেও করা যেতে পারে।
পরিবেশ রক্ষায় রোবটিক্সের ব্যবহার আজকের নতুন চিন্তা নয়; পরিবেশ পর্যবেক্ষণ, বনায়ন, বিপন্ন বন্যপ্রাণী সংরক্ষণ, মহাসাগর পরিচ্ছন্নতা রক্ষা, ভূমিধস ও বর্জ্য পরিষ্কারসহ নানাবিধ কাজে রোবটদের ব্যবহার করা হচ্ছে বেশ কয়েক বছর ধরেই। পৃথিবীর বিপর্যস্ত বাস্তুতন্ত্র রক্ষায় আশার বাতিঘর হয়ে আবির্ভূত হয়েছে রোবটিক্স। আর রোবটিক্সের সাম্প্রতিকতম সংযোজন পরিবেশের নতুন বন্ধু ‘ইরোডিয়াম কপি’ রোবট। মরফিং ম্যাটার ল্যাবের গবেষকদের তৈরি ‘ইরোডিয়াম কপি’ রোবটের সাহায্যে দ্রুততম সময়েই এই বনায়ন প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব। প্রকৃতির নিজস্ব প্রক্রিয়া থেকে অনুপ্রেরণা নিয়ে তৈরি সহজ-সরল গঠনের রোবটটি পৃথিবীর জলবায়ু ভারসাম্য পুনরুদ্ধার, বিপন্ন প্রজাতি সংরক্ষণ এবং মানুষের জন্য প্রয়োজনীয় প্রাকৃতিক সম্পদ উৎপাদনে সহায়ক-শক্তি হিসেবে কাজ করতে সক্ষম বলেও দাবি করছেন এই গবেষকরা।
Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana