বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:২৮ অপরাহ্ন

রাজনীতির প্রবাদ পুরুষ-সিরাজুল আলম খান (শেষ পর্ব)

রাজনীতির প্রবাদ পুরুষ-সিরাজুল আলম খান (শেষ পর্ব)

প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রস্তাব প্রত্যাখান করায়; উনি মন:ক্ষুন্ন হন। অত:পর কয়েক মাস পর, বিভিন্ন রাজনৈতিক মামলায় সরকার সিরাজুল আলম খানকে গ্রেফতার করে। দীর্ঘদিন জেলের ঘানি টানার পর; আশির দশকের প্রারম্ভে উনি বিদেশ গমন করেন। এরপর মৃত্যুর পূর্ব পর্যন্ত মাঝে-মধ্যে কয়েকদিনের জন্য ঢাকায় আসতেন এবং তার ভক্তদের আনুকূল্যে পূরবানী বা শেরাটনের মতো বড় বড় হোটেলে থাকতেন। প্রবাস জীবনে বিশ্বের বিভিন্ন বিশ্বিবিদ্যালয়ে সমকালীন বিশ্বরাজনীতির উপর খন্ড কালীন লেকচারার হিসেবে ক্লাস নিতেন। সাম্প্রতিক কালে এই মহান দেশ প্রেমিক বার্ধক্য জনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুর পর তার ইচ্ছা অনুযায়ী গ্রামের বাড়ী নোয়াখালীর বেগমগঞ্জে পিতা মাতার কবরের পার্শ্বে উনাকে দাফন করা হয়। উল্লেখ্য যে, বিশিষ্ট সাংবাদিক ও লেখক মহিউদ্দিন আহমেদ ‘প্রতিনায়ক’ নামের একটি বইয়ে সিরাজুল আলম খানের অটোবায়োগ্রাফি বা আত্মজীবনী নিঁখুত তুলির আঁচরে অত্যন্ত সৃজনশীলভাবে ফুটিয়ে তুলেছেন।

শাফায়েত জামিল রাজীব
-সম্পাদক
একুশে টাইমস্

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana