বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:১৮ অপরাহ্ন

*মর্মান্তিক রেল দুর্ঘটনা, মৃত্যুর সংখ্যা ২৪ ছাড়িয়েছে

*মর্মান্তিক রেল দুর্ঘটনা, মৃত্যুর সংখ্যা ২৪ ছাড়িয়েছে

কিশোরগঞ্জের ভৈরব জংশনের পূর্বে জগন্নাথপুর রেল ক্রসিং-এ ঢাকাগামী এগারসিন্দুর ট্রেনটি যাবে বিকাল ৩ ঘটিকার দিকে একটি কন্টেইনারবাহী একটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়। যাত্রীবাহী ট্রেনের ৩টি বগি লাইনচ্যুত এবং মৃত্যের সংখ্যা ২৪ জন নিশ্চিত করা হয়েছে- জেলা প্রশাসনের পক্ষ থেকে। মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে। সন্ধ্যায় এই দুর্ঘটনার জন্য দায়ী কন্টেইনারবাহী ট্রেনের লেকোমাস্টার, সহকারী লেকোমাস্টার ও গার্ড সহ ৩জনকে দায়ী করে বরখাস্ত করা। এই দুর্ঘটনার জন্য ঢাকা ও চট্টগ্রাম বিভাগীয় তদন্ত কমিটি করা হয়েছে।

এ ব্যাপারে তথ্য দিয়েছেন বাংলাদেশের রেলওয়ের মহাপরিচালক মো: কামরুল আহসান। দুর্ঘটনার পর সিলেট, চট্টগ্রাম ও নোয়াখালীর সংঙ্গে যোগাযোগ বিছিন্ন হয়ে পড়ে। আমরা এই দুর্ঘটনায় দায়ী ব্যক্তিদের শাস্তিপ্রদানের জন্য রেলমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি এবং সারাদেশে বিভিন্ন জায়গায় দুর্ঘটনা এড়াতে রেলওয়ে প্রসাশনের নজরদারী বৃদ্ধি করার জন্য সুপারিশ করছি।

 

শাফায়েত জামিল রাজীব
-সম্পাদক
একুশে টাইমস্

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana