শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, ০২:২২ পূর্বাহ্ন

নরওয়ে আন্তর্জাতিক সংগীত সম্মেলনে যাচ্ছেন সুমি

নরওয়ে আন্তর্জাতিক সংগীত সম্মেলনে যাচ্ছেন সুমি

এবার নরওয়ের একটি ইন্টারন্যাশনাল মিউজিক কনফারেন্সে আমন্ত্রিত হয়েছেন জনপ্রিয় ব্যান্ড চিরকুট-এর সংগীতশিল্পী শারমিন সুলতানা সুমি।
নরওয়ের ক্রিস্টিয়ান স্যান্ড শহরের বিখ্যাত ইউনিভার্সিটি অফ অ্যাডগারের প্রফেসর ড্যানিয়েল নরগেড-এর আমন্ত্রণে এ সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন এই সঙ্গীতশিল্পী।

সুমি জানান, দশদিনব্যাপী অনুষ্ঠিতব্য এ আয়োজনে ৩ নভেম্বর সাইন্টিফিক কনফারেন্স এর ‘স্ট্র্যাটেজি এন্ড সাস্টেইনেবিলিটি ইন মিউজিক বিজনেস’ শীর্ষক সেশানে বক্তব্য রাখার পাশাপাশি তার প্রস্তাবনা উত্থাপন করবেন।
সুমি বলেন, নারীশিল্পী হিসেবে দীর্ঘদিন মিউজিক ইন্ডাস্ট্রিতে পথচলার অভিজ্ঞতাটাও অনেককে অনুপ্রাণিত করবে হয়তো। সে বিষয়ে কথা বলবো। কথা হবে বাংলাদেশের মিউজিক, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব ইস্যুতে একজন শিল্পীর দায়বদ্ধতার জায়গা থেকে আমাদের ‘নদীরক্স প্রজেক্ট’ নিয়ে,  এ যাত্রার আদ্যেপান্ত নিয়ে।
উল্লেখ্য, চিরকুট নিয়ে নানা দেশে কনসার্ট করার পাশাপাশি এর আগে ভারত, শ্রীলঙ্কা, নরওয়ে, পর্তুগালের বিভিন্ন সঙ্গীত বিষয়ক সম্মেলনে অংশ নিয়েছেন  সুমী।
Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana