মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০১:০৩ পূর্বাহ্ন

আল-আকসা মসজিদ বন্ধ করে দিল ইসরায়েল

আল-আকসা মসজিদ বন্ধ করে দিল ইসরায়েল

অবরুদ্ধ জেরুজালেমে অবস্থিত আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের প্রার্থনা করতে দিচ্ছে না দখরদার ইসরায়েলি বাহিনী। খবর মিডল ইস্ট মনিটরের।
ফিলিস্তিন তথ্য কেন্দ্রের বরাত দিয়ে মিডল ইস্ট মনিটর জানায়, মঙ্গলবার (২৪ অক্টোবর) হঠাৎ করেই আল-আকসা মসজিদের সবগুলো গেট বন্ধ করে দেয় ইসরায়েলি বাহিনী। এরপর থেকেই এই পবিত্র স্থানে প্রাথনা করতে মুসলমানদের বাধা দেওয়া হয়।

মঙ্গলবার সকালে থেকেই মসজিদ প্রাঙ্গণে নিরাপত্তা জোরদার করে ইসরায়েলি পুলিশ। পরে মুসলমানদের আল-আকসা মসজিদে প্রবেশে বাধা দেয় তারা।
ইসলামিক ওয়াকফ বিভাগ জানায়, মুসলিমদের বাধা দিয়ে পুলিশ ইহুদিদের আল-আকসা চত্বরে প্রবেশ এবং সেখানে প্রার্থনার সুযোগ করে দিয়েছে বলেও জানিয়েছে ইসলামিক ওয়াকফ বিভাগ। এর মাধ্যমে এই মসজিদ সম্পর্কিত যে চুক্তি রয়েছে সেটি লঙ্ঘন করা হয়েছে।
Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana