রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৭:২৯ পূর্বাহ্ন

পাকুন্দিয়ায় বিএনপির ৭ নেতাকর্মী গ্রেপ্তার

পাকুন্দিয়ায় বিএনপির ৭ নেতাকর্মী গ্রেপ্তার

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
দেশব্যাপি চলমান বিএনপির আগুন-সন্ত্রাস ও পুলিশের ওপর হামলার ঘটনার মামলায় কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিএনপির ও ছাত্রদলের ৭ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পাকুন্দিয়া থানা পুলিশ। সোমবার দিবাগত রাতে পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। এ তথ্য নিশ্চিত করেছেন পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নাহিদ হাসান সুমন।

গ্রেফতারকৃতদের আজ মঙ্গলবার দুপুরে কিশোরগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত আসামীরা হলো- পৌরসদরের বীরপাকুন্দিয়া গ্রামের শাহাব উদ্দিন উদ্দিনের ছেলে মোজাহিদুল ইসলাম নিশান (১৯), একই গ্রামের আশরাফুল আলমের ছেলে ফয়সাল আহমেদ (১৯), হোসেন্দী পশ্চিম কুমারপুর ও হোসেন্দী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক রুহুল আমীনের ছেলে দেলোয়ার হোসেন রুবেল (৪৩), কাগারচর গ্রামের মতিউর রহমানের ছেলে ইয়াসিন (২০), বুরুদিয়া ইউনিয়নের নগরহাজরাদি গ্রামের মৃত ওয়াহিদের ছেলে জীবন মিয়া (৩৮), চরখামা গ্রামের মৃত সিরাজ উদ্দিনের ইকবাল (৫৩), হরশী গ্রামের মৃত মনির উদ্দিনের ছেলের শাজাহান (৫৫)।

পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ নাহিদ হাসান সুমন বলেন, সরকারী কাজে বাধা, পুলিশের উপর ককটেল নিক্ষেপ ও হামলার অভিযোগে ২০২২ সালের ৪ ডিসেম্বর রাতে পাকুন্দিয়া থানার উপপরিদর্শক (এসআই) আরিফ রাব্বানী মামলাটি দায়ের করেন। এই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। এ গ্রেফতার অব্যাহত থাকবে।

 

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana