বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৬:১৯ পূর্বাহ্ন

বীর বাঙালি অস্ত্র ধরো-বাংলাদেশ স্বাধীন করো

বীর বাঙালি অস্ত্র ধরো-বাংলাদেশ স্বাধীন করো

[২রা মার্চ ‘৭১ স্বাধীন বাংলার পতাকা উত্তোলন]

১ মার্চ বিকেলে ছাত্রলীগের নেতৃত্বে ‘ছাত্র সংগ্রাম পরিষদ’ গঠিত হয়। সংগ্রাম পরিষদের কয়েকজন নেতার মধ্যে ছিলেন ছাত্রলীগের সভাপতি নূরে আলম সিদ্দিকী, সাধারণ সম্পাদক শাজাহান সিরাজ, ডাকসুর ভিপি আ স ম আবদুর রব ও ডাকসুর জিএস আবদুল কুদ্দুস মাখন প্রমুখ। পরদিন ২রা মার্চ ছাত্র সংগ্রাম পরিষদের পক্ষ থেকে-ঢাকা বিশ্ব বিদ্যালয়ের কলা ভবনের বটতলায় এক ছাত্র জমায়েত অনুষ্ঠিত হয়। যেহেতু কোনো মঞ্চ তৈরী করা হয়নি; তাই কলা ভবনের সামনে পশ্চিম দিকে বারান্দার ছাদের উপর ছাত্রলীগের প্রধান নেতারা সবাই দাঁড়ালেন। সংখ্যায় তাঁরা ১২-১৩ জন হবেন। গগনবিদারী স্লোগান চলছে: ‘বীর বাঙালি অস্ত্র ধরো/ বাংলাদেশ স্বাধীন করো’। তখন ডাকসুর ভিপি আ স ম আব্দুর রউব মানচিত্র খচিত লাল সবুজের পতাকাটি উত্তোলন করলেন। তারপর বললেন, ‘এটা আমাদের স্বাধীন বাংলার পতাকা।’

 

শাফায়েত জামিল রাজীব
সম্পাদক
একুশে টাইমস্

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana