বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪, ১২:১৭ অপরাহ্ন

বিজয় দিবসে ডিএমপির ট্রাফিক নির্দেশনা

বিজয় দিবসে ডিএমপির ট্রাফিক নির্দেশনা

একুশে ডেস্ক:

কাল মহান বিজয় দিবস। এ উপলক্ষ্যে দিবসের প্রত্যুষে সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পাঞ্জলি অর্পণের জন্য ঢাকা থেকে আমিনবাজার হয়ে সভার স্মৃতিসৌধ পর্যন্ত সড়কে ট্রাফিক নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ডিএমপি থেকে জানানো হয়েছে, ভোর সাড়ে ৩টা থেকে সকাল সাড়ে ৯টা পর্যন্ত বাস, মিনিবাস, ট্রাক, লরিসহ বড় গাড়িসমূহকে গাবতলী আমিন বাজার ব্রিজ-সাভার রোড ব্যবহার না করে নিম্নে বর্ণিত বিকল্প সড়কে চলাচল করতে অনুরোধ করা হয়েছে।

বিকল্প সড়ক: ১। সব যানবাহন ঢাকা এয়ারপোর্ট রোড-আব্দুল্লাহপুর ক্রসিং-আশুলিয়া সড়ক হয়ে চলাচল করবে।

২। আরিচা থেকে আমিনবাজার হয়ে ঢাকা মহানগরগামী যানবাহনসমূহ নবীনগর বাজার থেকে আশুলিয়া হয়ে চলাচল করবে।

৩। টাঙ্গাইল থেকে আশুলিয়া হয়ে ঢাকাগামী যানবাহনসমূহ কালিয়াকৈর-গাজীপুর চৌরাস্তা-টঙ্গী হয়ে চলাচল করবে।

অনুষ্ঠানসমূহ চলাকালীন নাগরিকদের পুলিশের নির্দেশিত বিকল্প সড়কে চলাচল করতে অনুরোধ করা হলো। এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ নগরবাসী, যানবাহন মালিক ও শ্রমিকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করছে।

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana