শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৩৪ পূর্বাহ্ন

দলে জায়গা হারানোর পর দিন পুলিশে ‘যোগ দিলেন’ শাদাব

দলে জায়গা হারানোর পর দিন পুলিশে ‘যোগ দিলেন’ শাদাব

একুশে ডেস্ক :

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের জন্য একদিন আগে শাহিন আফ্রিদির নেতৃত্বে টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা করেছিল পাকিস্তান। তবে চোটের কারণে সেখানে জায়গা মেলেনি স্পিন অলরাউন্ডার শাদাব খানের। এর পর দিনই বুধবার তাকে সম্মানজনক ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশ (ডিএসপি) পদ দিয়েছে পাঞ্জাব প্রশাসন। পুলিশে যোগদানের বিষয়টি শাদাব নিজেই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের (সাবেক টুইটার) অ্যাকাউন্টে প্রকাশ করেছেন।

এমন সম্মানজনক পদ পেয়ে গর্বিত শাদাব বলেন, ‘পাঞ্জাব পুলিশের আইজি আমাকে ডিএসপি পদের সম্মানে ভূষিত করেছেন। যে কোনো উপায়ে তাদের জন্য সেবা দেওয়ার সুযোগ পাওয়ায় আমি সম্মানিতবোধ করছি। আমরা পরিবর্তনের কথা বলেছি, চলুন আমরা যে পরিবর্তন চাই সেটি বাস্তবায়ন করি। পরবর্তী প্রজন্মকেও আহ্বান জানাই— যাদের সম্ভব হয়, তারা যেন সরকারি সেক্টরগুলোতে বেশি বেশি যোগ দেয়।’

এর আগে এই অলরাউন্ডারকে পাকিস্তানের আসন্ন টি-টোয়েন্টি সিরিজ থেকে ইনজুরির কারণে বিশ্রামে রাখার কথা জানান পিসিবির প্রধান নির্বাচক ওয়াহাব রিয়াজ। সাবেক এই পাক পেসার বলেন, ‘শাদাব আমাদের জন্য গুরুত্বপূর্ণ টি-টোয়েন্টি ক্রিকেটার। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সে অ্যাঙ্কলের চোটে পড়েছে, এ জন্য রিহ্যাবে তার দুই সপ্তাহ বেশি সময় লাগবে।’

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana