শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, ১২:১৮ পূর্বাহ্ন

মাহির নির্বাচনি কার্যালয়ে অগ্নিসংযোগ

মাহির নির্বাচনি কার্যালয়ে অগ্নিসংযোগ

একুশে ডেস্ক:

রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের স্বতন্ত্র প্রার্থী (ট্রাক প্রতীক) চিত্রনায়িকা মাহিয়া মাহির নির্বাচনি অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার গভীর রাতে দুর্বৃত্তরা এই আগুন দিয়েছে।

এক প্রশ্নের জবাবে মাহি বলেন, আমি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানিয়েছি। তারাও আমার অফিস পরিদর্শন করেছেন। বিষয়টি নিয়ে থানায় মামলা দেব। ইতোমধ্যে আমার প্রতিনিধি থানায় গেছে। কিন্তু বিষয়টি যেটি হচ্ছে, আগুন দেওয়া, পোড়ানো! এগুলো টাকার ক্ষতি। এটির বড় একটি ক্ষতি হচ্ছে, ওই এলাকার মানুষের মধ্যে ভয় ঢুকে গেছে। তারা আসলে ভোট দিতে যাবে কিনা। এটা একটা চিন্তার বিষয়। এগুলোর বিচার না হলে, জনগণের মধ্যে ভয় ঢুকে থাকবে।

এ বিষয়ে জানতে চাইলে রাজশাহীর গোদাগাড়ী মডেল থানার ওসি আব্দুল মতিন বলেন, মাহিয়া মাহির নির্বাচনি অফিসের সামনের অংশের বসার জায়গায় আগুনের আলামত পাওয়া গেছে। তবে আগুনে কেবল সামনের অংশটুকুই পুড়েছে। আর প্রার্থী এখন পর্যন্ত কোনো অভিযোগ দেননি। অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana