রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৭:২০ পূর্বাহ্ন

সাবেক আইজিপিকে এলাকা ছাড়তে বললেন সাবেক অতিরিক্ত ডিআইজি

সাবেক আইজিপিকে এলাকা ছাড়তে বললেন সাবেক অতিরিক্ত ডিআইজি

এবার একই মাঠে নৌকা প্রতীকে আওয়ামী লীগের সমর্থনের দাপট দেখালেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনে আওয়ামী লীগ প্রার্থী বঙ্গবন্ধু হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা সাবেক অতিরিক্ত ডিআইজি আবদুল কাহার আখন্দ। নৌকার পক্ষে কথা না বললে সাবেক আইজিপিকে এলাকা ছেড়ে চলে যেতে বলেন তিনি।

তিনি বলেন, আইজিপি সাহেব আপনাকে আমি চিনি। আপনার বাড়ি আর আমার বাড়ি কাছাকাছি। আপনি আওয়ামী লীগের বিরুদ্ধে আর একটি কথাও বলবেন না, একটি পাও ফেলবেন না। নৌকার পক্ষে কথা বলুন। আর তা না হলে এলাকা ছেড়ে ঢাকা যান। না হলে কটিয়াদী ও পাকুন্দিয়ার নেতাকর্মীরা আপনার বাড়ি ঘেরাও করবেন।

এ সময় সমাগত জনতাকে উদ্দেশ করে কাহার আখন্দ বলেন, আইজিপির বাবা বঙ্গবন্ধুর বিরুদ্ধে আগরতলা ষড়যন্ত্র মামলার সাক্ষী ছিলেন। দলীয় মনোনয়ন বঞ্চিত হয়ে ঈগল প্রতীকের বিদ্রোহী প্রার্থী সাবেক এমপি সোহরাব উদ্দিন নিজেই রাজাকার ছিলেন। তার বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলাও হয়েছে।

এ সময় কাহার আখন্দ আরও বলেন, কোনোপ্রকার ষড়যন্ত্র এবং গুজব-ভাঁওতাবাজিতে আওয়ামী লীগের পরীক্ষিত ও ত্যাগী নেতাকর্মী-সমর্থকরা যে বিভ্রান্ত হয় না, পাকুন্দিয়া উপজেলা সদরের ঈদগাহ ময়দানের বিশাল উপস্থিতিই এর প্রমাণ করে। ৭ জানুয়ারির নির্বাচনেও এর প্রতিফলন ঘটবে বলে দাবি করেন তিনি।

এ সময় সাবেক অতিরিক্ত ডিআইজি তার নৌকা প্রতীকের বিরুদ্ধে বিভিন্ন গোয়েন্দা সংস্থার লেবাসধারী লোকজন ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী বহিষ্কৃত বিএনপি নেতা মেজর আখতারের পক্ষে জনপ্রতিনিধি আওয়ামী লীগ নেতাদের কাজে লাগাতে ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে। তিনি বলেন, বর্তমান এমপি সাবেক আইজিপি নূর মোহাম্মদ প্রকাশ্যে স্বতন্ত্র প্রার্থী মেজর আখতারকে সমর্থন জানিয়ে টাকা-পয়সাও বিলি করছেন। গোয়েন্দা পরিচয়ে কোনো লোকজন আসলে তাদেরও পাকড়াও করার নির্দেশ দেন কাহার আখন্দ।

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana