রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৫৭ পূর্বাহ্ন

ব্যাপক আয়োজনে সুপ্রিম কোর্ট বারের ভোজ

ব্যাপক আয়োজনে সুপ্রিম কোর্ট বারের ভোজ

ব্যাপক আয়োজনের মধ্যে দিয়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বার্ষিক ভোজ অনুষ্ঠিত হয়েছে। এতে ছিল খাসির কাচ্চি বিরিয়ানি, চিংড়ি ফ্রাই, মুরগির রোস্ট, দধি, রসগোল্লা। তবে আইনজীবী সমিতির বার্ষিক ভোজ বর্জন করেছে প্রতিবাদ স্বরূপ নিজেদের উদ্যোগে দুপুরে বারের ক্যান্টিনে লাউ, ডাল, ভাত খেয়েছেন বিএনপিপন্থী আইনজীবীরা।
সরেজমিনে দেখা গেছে, বার্ষিক ভোজে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান, আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা, ঢাকা দক্ষিণের মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস, অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিনসহ বিপুলসংখ্যক আইনজীবী অংশ নেন। অ্যাডভোকেট মোমতাজ উদ্দিন ফকির ও অ্যাডভোকেট আবদুন নূর দুলালের নেতৃত্বাধীন কমিটি এ বার্ষিক ভোজের আয়োজন করে।
এদিকে, এই কমিটিকে প্রথম থেকেই অবৈধ ও দখলদার বলে আসছে বিএনপিপন্থি আইনজীবীরা। একারণে তারা এ বার্ষিক ভোজ বর্জনের সিদ্ধান্ত নেয়। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল বলেছেন, ভোজ বর্জনের প্রতিবাদ হিসেবে তারা বারের ক্যান্টিনে লাউ, ডাল, ভাত খেয়ে দুপুরে খাবার সারেন।
Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana