মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪৯ পূর্বাহ্ন

অগ্নিঝরা-রক্তঝরা একুশে ফেব্রুয়ারি

অগ্নিঝরা-রক্তঝরা একুশে ফেব্রুয়ারি

ফেব্রুয়ারি মাস পরলেই, বাঙালী জাতির স্মৃতির পটে ভেসে ওঠে বর্ণমালার সেই যুদ্ধের কথা। মুখে-মুখে উচ্চারিত হয় “আ-মরি বাংলা ভাষা, বাংলা আমার মাতৃভাষা” শ্লোগানটি। বায়ান্নর’র ২১শে ফেব্রুয়ারির দিনটি ছিল এক মহান রক্তত্যাগ ও আত্মত্যাগের মাধ্যমে অর্জিত-এক সাংস্কৃতিক যুদ্ধে জয়লাভ করার দিন। ’৫২তে ফাল্গুনের এক প্রভাতে-ফুটন্ত কৃষ্ণচুড়া, পলাশ, শিমুল লাল রক্তিমবর্ণে বাংলার আকাশ-বাতাসকে সাজিয়ে শোভিত করেছিল। কিন্ত অন্যদিকে মায়ের ভাষার ইজ্জত রক্ষা করতে-বাংলা বর্ণমালাগুলোকে প্রতিষ্ঠিত করতে-একটি সাংস্কৃতিক আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে-রাজপথের কালো পীচঢালা পথ বুকের তাজা রক্তে রঞ্জিত করেছিল সালাম, বরকত, রফিক, শফিক, জব্বারের মতো নাম জানা-অজানা জাতির বীর সন্তানেরা। সেই সব ভাষা শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা। আর আজকের দিনের প্রত্যাশা-আমাদের বাঙালি সংস্কৃতি-ঐতিহ্য ও বাংলা ভাষা যেন কোন ভাবেই বি-জাতীয় অপসংস্কৃতির কাছে হার না মানে। তাহলে শহীদদের রক্ত বৃথা যাবে না।

জাভেদ ইকবাল

প্রকাশক

একুশে টাইমস্

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana