মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪৯ পূর্বাহ্ন

বঙ্গবন্ধু: একজন বিরল বিশ্বনেতৃত্বের নাম

বঙ্গবন্ধু: একজন বিরল বিশ্বনেতৃত্বের নাম

আমরা কারা ? আমরা বাঙালী। পদ্মা, মেঘনা ও যমুনার অববাহিকায় বসবাসকারী জন গোষ্ঠীই বাঙালী নামে পরিচিত। এই জনগোষ্ঠীর রক্তের সাথে কালের পর কাল মিশেছে ঈন্দো-আর্য, হুন, শক, মুঘল, পাঠান প্রভৃতি জনগোষ্ঠীর রক্তধারা। তাই জাতি হিসেবে বাঙালিরা সংকর জাতি। আর বাংলা আমাদের মাতৃভাষা।
বাংলা মায়ের সন্তান শেখ মুজিব অবশ্য কখনোই ‘পূর্বপাকিস্তান’ শব্দটা উচ্চারণ করতে চাইতেন না। ১৯৪৭-এর পরও তাঁর জন্মভূমিকে তিনি ডাকতেন ‘পূর্ব বাংলা’ বলে। বিংশ শতাব্দীর ষাটের দশকের শেষের দিকে- তিনি এর নাম দিয়েছিলেন বাংলাদেশ। আসলে, ইংরেজ শাসনের অবসানের পর, পাকিস্তানের পূর্ব অংশটাকে বহুদিন ‘পূর্ব পাকিস্তান’ নাম দেওয়াও হয়নি। তখন এটা পূর্ব বাংলা বলেই পরিচিতি ছিল। ’৪৭-এরপর পশ্চিম পাকিস্তানীরা এর নাম সরকারিভাবে ‘পূর্ব পাকিস্তান’ রাখার উদ্যোগ নেয়। তখন শেখ মুজিব এর প্রতিবাদ করেছিলেন। পাকিস্তান গণপরিষদে তিনি বলেছিলেন- স্যার, আপনি দেখবেন, ওরা পূর্ব বাংলা নামের পরিবর্তে ‘পূর্ব পাকিস্তান’ নাম রাখতে চায়। আমরা বহুবার দাবি জানিয়েছি যে, আপনারা এটাকে বাংলা বলে ডাকেন। বাংলা শব্দটার একটা নিজস্ব ইতিহাস আছে, আছে ঐহিহ্য ও সংস্কৃতি।

শাফায়েত জামিল রাজীব
-সম্পাদক
একুশে টাইমস্ নিউজ মিডিয়া
এন্ড ইউটিউব চ্যানেল।

 

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana