মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫৭ পূর্বাহ্ন

রুশ বিপ্লব

১৯১৭ সালে রাশিয়াতে সংগঠিত হয়েছিল রুশ বিপ্লব আর এই বিপ্লবের নৈপথ্যে নায়ক ছিলেন- ভ.ই. লেলিন। মার্কসবাদে বিশ্বাসী লেলিন সর্বহারা শ্রেণির এক অপরাজিত নায়ক ছিলেন। তৎকালীন রাশিয়ায় জার সাম্রাজ্যে বিরোধিতা করায়, তাকে বিশ্ববিদ্যালয় থেকে বহিস্কার করা হয় ও দেশ ত্যাগে বাধ্য করা হয়। কিন্তু সংগ্রামী লেলিন বসে ছিলেন না। প্রবাসে থেকে ‘ইসক্রা’ নামক একটি পত্রিকা প্রকাশ করে এবং রাশিয়াতে বলশেভিক বিপ্লবে ইসক্রা সাম্যবাদের পক্ষে একটি প্লাটফর্ম তৈরী করে। আর লেলিন হলেন সর্বহারাদের মাথার মুকুট। অন্যদিকে জারদের অত্যাচার বেড়েই চলল। এমনি এক সংকটকালে লেলিনের নেতৃত্বে কমিউনিজমের পতাকা তলে দলে দলে আম জনতা যোগ দিতে লাগল। গঠিত হলো লাল ফৌজ। লেলিনের নেতৃত্বে লাল ফৌজ জার সাম্রাজ্যে পতন ঘটিয়ে রাশিয়াতে কমিউনিষ্ট বিপ্লব ঘটেছিল। এটাই ‘রুশ বিপ্লব’ নামে খ্যাত।

 

শাফায়েত জামিল রাজীব

-সম্পাদক, একুশে টাইমস নিউজ মিডিয়া

এন্ড ইউটিউব চ‌্যানেল

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana