মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪৯ পূর্বাহ্ন

রাজারবাগ থেকে ছড়িয়ে পড়ল মুক্তিযুদ্ধ

রাজারবাগ থেকে ছড়িয়ে পড়ল মুক্তিযুদ্ধ

দেশের জন্য যারা জীবন দিয়েছেন, তাঁরাই দেশের শ্রেষ্ঠ সন্তান। যাদের অমূল্য প্রাণের বিনিময়ে বাঙালি জাতি পরাধীনতার শৃঙ্খল ভেঙে- স্বাধীনতার লাল সূর্যকে পেয়েছে। অর্জন করেছে লাল সবুজের পতাকা, তাঁদের মধ্যে বাংলাদেশ পুলিশের অকুতোভয় সদস্যরা ছিলেন অগ্রভাগে। এই সাহসী নেতৃত্ব বাংলাদেশ পুলিশের গর্ব। জাতির জনক শেখ মুজিবুর রহমানে ডাকে সাড়া দিয়ে ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাত্রিতে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন বাংলাদেশ পুলিশ বাহিনী। তাদের গৌরবময় ভূমিকা ও মহান আত্মত্যাগের ফলে আমরা পেয়েছি আমাদের অস্তিত্ব, বিশ্ব মানচিত্রে মর্যাদার স্থান। ২৫ মার্চ রাতে রাজারবাগ পুলিশ লাইন্সের কন্ট্রোল রুমের বেতারযন্ত্র থেকে ঘোষিত হয়েছিল প্রতিরোধের বাণী।

 

শাফায়েত জামিল রাজীব

-সম্পাদক

একুশে টাইমস্ নিউজ মিডিয়া।

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana