মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫৭ পূর্বাহ্ন

সাপের কামড়ে মৃত্যুরোধে ড্রোন মহড়া

সাপের কামড়ে মৃত্যুরোধে ড্রোন মহড়া

দেওয়ানগঞ্জ নদী তীরবর্তী চরাঞ্চলে সাপের কামড়ে মৃত্যুরোধে দুই দিনব্যাপী ড্রোন মহড়া অনুষ্ঠিত হয়। যমুনা নদীর তীরবর্তী চরাঞ্চলে বন্যা ও বর্ষাকালে বিষাক্ত সাপের কামড়ে মৃত্যুর মুখে পড়তে হয় এলাকার মানুষকে। সাপের কামড়ে মৃত্যুরোধে যৌথভাবে উদ্যোগ গ্রহণ করেছে জার্মান সরকার ও বাংলাদেশ সরকার।

দেওয়ানগঞ্জ উপজেলার চুকাইবাড়ী ইউনিয়ন যমুনা নদী বিচ্ছিন্ন চর- হলকারচর টিনের চরসহ বেশ কয়েকটি চর। সোম ও মঙ্গলবার দুই দিনব্যাপী হলকারচর এলাকায় এ মহড়া অনুষ্ঠিত হয়।

গবেষণা দলের টিম লিডার ছিলেন প্রফেসর ড. ডিটার মোরম্যান। তিনি যুগান্তরকে জানান, ড্রোনের মাধ্যমে মহড়া ও অন্যান্য কার্যক্রম সফল হলে স্থানীয়ভাবে ফ্লাডসেফ প্রকল্পটি পুরোদমে কাজ শুরু হবে। ফলে এই এলাকায় সাপের কামড়ে মৃত্যুর হার কমে আসবে।

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana