মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০১:২২ পূর্বাহ্ন

ফোরামের নিষেধ: সভাপতির দায়িত্ব নেওয়ার বিষয়ে যা বললেন ব্যারিস্টার খোকন

ফোরামের নিষেধ: সভাপতির দায়িত্ব নেওয়ার বিষয়ে যা বললেন ব্যারিস্টার খোকন

বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৪-২৫ নির্বাচনে বিএনপিপন্থি আইনজীবীদের প্যানেল নীল দল থেকে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার এ এম মাহবুবউদ্দিন খোকন। এই প্যানেল থেকে তিনিসহ মোট চারজন নির্বাচিত হয়েছেন।

চিঠিতে সই করেছেন ফোরামের সভাপতি জ্যেষ্ঠ আইনজীবী ও সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী এবং মহাসচিব ও বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। এ চিঠির অনুলিপি দলটির মহাসচিব ও সিনিয়র যুগ্ম মহাসচিব বরাবর পাঠানো হয়েছে।

এই চিঠি দেওয়ার পর ব্যারিস্টার খোকনের সভাপতির দায়িত্ব নেওয়া না নেওয়া নিয়ে কৌতূহল সৃষ্টি হয়েছে। বিএনপিপন্থি আইনজীবীদের একটি অংশ মনে করছেন, দলীয় ফোরামের চিঠির প্রতি সম্মান রেখে মাহবুবউদ্দিন খোকন সভাপতির দায়িত্ব নেবেন না। কারণ এই নির্বাচন বিতর্কিত। নির্বাচনে বিএনপিপন্থি প্যানেলের জয় ছিনিয়ে নেওয়া হয়েছে।

এদিকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতির দায়িত্বভার গ্রহণ করবেন কি না সে বিষয়ে নিজের অবস্থান পরিস্কার করেছেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন; যিনি বিএনপির যুগ্ম মহাসচিব পদেও রয়েছেন।

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana