রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৩৭ পূর্বাহ্ন

অনুমোদনহীন সরিষার তেল বিক্রি, ২৫ হাজার টাকা জরিমানা

অনুমোদনহীন সরিষার তেল বিক্রি, ২৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের মিরসরাইয়ে অনুমোদনহীনভাবে সরিষার তেল বিক্রির অপরাধে একটি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (৩১ মার্চ) দুপুরে মিরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত চক্রবর্তীর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
এছাড়া মিরসরাই পৌর বাজারে আঙুরের দাম বেশি রাখা ও অনুমোদনহীন নুডুলস বিক্রয়ের অপরাধে দুটি পৃথক মামলায় ১৫০০ টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে। এসময় বিএসটিআই চট্টগ্রামের অফিসার (সিএম) মো. মাহফুজুর রহমান উপস্থিত ছিলেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত চক্রবর্তী জানান, উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের পদুয়া এলাকায় ন্যাচারাল অয়েল এন্ড ক্রাশিং মিলে অনুমোদনহীনভাবে সরিষার তেল বিক্রির দায়ে ২৫ হাজার টাকা ও মিরসরাই পৌর বাজারে আঙুরের বেশি দাম রাখা, অনুমোদনহীন নুডুলস বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকলে বলে জানান তিনি।
Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana