রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৫:২২ পূর্বাহ্ন

বাংলাদেশ-দ. আফ্রিকার সঙ্গে হেরে বিশ্বকাপ থেকে বিদায়, ক্ষমা চাইলেন শ্রীলংকান তারকা

বাংলাদেশ-দ. আফ্রিকার সঙ্গে হেরে বিশ্বকাপ থেকে বিদায়, ক্ষমা চাইলেন শ্রীলংকান তারকা

ক্রিকেট বিশ্বকাপের ১৯৯৬ সালের আসরে চ্যাম্পিয়ন হয় শ্রীলংকা ক্রিকেট দল। ২০০৭ সালে শুরু হয় টি-টোয়েন্টি বিশ্বকাপ। ২০১৪ সালে বাংলাদেশ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে শক্তিশালী ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় শ্রীলংকা।

বিশ্বকাপের গ্রুপপর্ব থেকে বিদায় নেওয়ার পর দলটির সাবেক অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস দেশবাসীর কাছে ক্ষমা চেয়ে বলেন, ‘আমার মনে হয়ে গোটা দেশের মাথা নিচু করে দিয়েছি আমরা। আমরা দুঃখিত। নিজেদের ক্ষমতা অনুযায়ী খেলতে পারিনি আমরা।’

শ্রীলংকার টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলের এই তারকা ক্রিকেটার আরও বলেছেন, ‘এমনটা হবে ভাবিনি। অনেক রকম কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদের যেতে হয়েছে। কিন্তু সে সব নিয়ে এখন আর ভেবে লাভ নেই। হতাশ লাগছে কোয়াটার ফাইনালে উঠতে না পেরে।’

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana